কোটা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থান দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নির্দেশে গণহত্যা চালানো হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় রাজনৈতিক নেতারা নির্দেশনা দিয়েছিলেন।
জুমানা নায়িলাত শখ। ৫ জুন থেকে শুরু হওয়া কোটা আন্দোলন যখন ক্রমে বিস্তার লাভ করছিল এবং রূপ নিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, তখন তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। তিনি ৩০ জুন থেকে আন্দোলনের শেষ পর্যন্ত নিয়মিত রাজপথে থেকেছেন।